Q: ড্রাফট কিভাবে কাটতে হবে?
A: ইন ফেভার অফ The West Bengal Central School Service Commission, পেয়েবল অ্যাট Kolkata.
Q: Teacher-in-Chrage রা কি apply করতে পারবেন?
A: টিচার-ইন-চার্জ রা AT হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন।
Q: ম্যানেজিং কমিটি দ্বারা নির্বাচিত শিক্ষকেরা এই সু্যোগ কি পাবেন না?
A: অবশ্যই পাবেন।
Q: স্কুল
পছন্দ না হলে ড্রাফট
টা কি রিফাণ্ড
করে নেওয়া যাবে
বা ড্রাফটার কি
হবে?
A: স্কুল
পছন্দ না হলে আপনাকে
ওখানেই থেমে যেতে
হবে। আবেদন পত্র
বা ড্রাফট জমা
/ পাঠানোর দরকার
পড়বে না। ব্যাঙ্কে
সামান্য কিছু ফি
(সম্ভবতঃ ১০০টাকা)
দিয়ে ড্রাফট বাবদ
বাকি টাকা ফেরত
পেয়ে যাবেন।
Q: যেভাবে
তারিখ পিছিয়ে যাচ্ছে
বাকি তারিখ গুলোর
কি হবে?
A: তারিখ
এর সঙ্গে দিন হিসেবে
কত দিন সময় এর উল্লেখ
আছে সেই অনুসারে
সবি পিছিয়ে যাবে।
তবে ছয়মাস পিছিয়ে
গেলে ড্রাফট এর
ব্যাপারে নিশ্চয়
কিছু ব্যবস্থা
নেবেন কমিশণ কর্তৃপক্ষ।
Q: ড্রাফটের
ভ্যালিডিটি কবে
থেকে কতদিন থাকতে
হবে?
A: ড্রাফট
এর ভ্যালিডিটি
৩০শে এপ্রিল তারিখে
যেন অবশ্যই ৩০
দিন থাকে। কারো
যদি ৩০ দিনের কম
হয়ে যায়, তাকে ভ্যালিডিটি
বাড়িয়ে নিতে হবে
বা নতুন ড্রাফট
কাটতে হবে।
Q: কো-এড
স্কুলের শিক্ষিকারা
কি গার্লস স্কুলে
যেতে পারবে বা
এর উলটো টা?
A: অবশ্যই।
সর্বশেষ খবর অনুযায়ী
শিক্ষিকারা কো-এড
থেকে গার্লস বা
গার্লস থেকে কো-এড
স্কুলে যাওয়ার
সুযোগ পাবেন। ফর্ম
ফিলাপ করার সময়
ড্রপ ডাউন লিস্টে
দু’ধরণের স্কুলের
নামই পেয়ে যাবেন।