FAQs TAKEN FROM GROUP WALL
প্রঃ
আধার কার্ড এর
ছবি তুলতে
যাওয়ার জন্য
কি অন ডিউটি
পাওয়া যায়?
উঃ না।
আধার কার্ড
ছবি তুলতে
যাওয়ার জন্য
অন ডিউটী
দেওয়ার কোনো
সরকারী
নির্দেশ এখনো
প্রকাশিত হয়
নি। তবে কোনো
স্কুল দিতে
চাইলে সেটা তাদের
ব্যাপার।
প্রঃ স্টাফ
কাউন্সিলের
সাধারণ সভাতে কি
প্যারা টিচার রা
থাকতে পারেন?
উঃ প্যারাটিচাররা
টেকনিক্যালি
এখনও স্টাফ
কাউন্সিলের
সদস্য হিসেবে গন্য হন
না। যে
কারনে স্টাফ কাউন্সিলের
কোনও ইলেকসানে
তাঁদের ভোটাধিকারও
নেই । তবে
শৃঙ্খলা ও
পঠন পাঠন
নিয়ে মিটিং
হলে প্যারাটিচারদের
থাকা বাঞ্ছনীয়।
প্রঃ অ্যাডিশনাল
পোষ্টের ক্ষেত্রে
PF কাটানোর
নিয়ম কি?
উঃ GPF Rule 1995 এ বলা
আছে - All approved employees of the Recognised Non-Government Educational Institution shall be required
to subscribe to the General Provident Fund on completion of one year's continuous
service. N.B. Employees recruited against deputation/ leave/ short-term vacancies
shall not be eligible to subscribe to the General Provident Fund
এখানে শুধু
পোষ্টের অ্যাপ্রুভালের
কথা বলা আছে। পোষ্ট
রিটেনশন বা কনফার্মেশন
এর কথা বলা নেই।
যেহেতু অ্যাপ্রুভাল
জয়েন করার কয়েক
দিনের মধ্যেই পাওয়া
যায় তাই ১ বছর পর
কাটাতে হবে।
প্রঃ বোনাস
পাবার শর্ত কি?
উঃ শর্তগুলি
হল –
১। বিগত আর্থিক
বৎসরে কমপক্ষে
ছয় মাস সার্ভিস
করতে হবে। অর্থাৎ
আগের বৎসর ১লা
অক্টোবরের মধ্যে
জয়েন করতে হবে,
তার পরে করলে চলবে
না।
২। বিগত আর্থিক
বৎসরে ছয় মাস যাবৎ
বেসিপ পে + ডি. এ. যেন
নির্দিষ্ট সীমার
মধ্যে (এখন যেটা
২২০০০টাকা) থাকে।
প্র: বিনা বেতনে অর্থাৎ
EXTRA-ORDINARY LEAVE WITHOUT PAY নিলে
কি ইনক্রিমেন্ট
পেছবে রোপা-২০০৯
অনুযায়ী?
উ: যদি কোনো শিক্ষক/অশিক্ষক কর্মচারী অসুস্থতার
কারণে মেডিকেল গ্রাউন্ডে
বিনাবেতনে
ছুটি অর্থাৎ
E.O.L নিয়ে থাকেন তাহলে
পূর্বের মত আর ইনক্রিমেন্ট
পেছবে না। কিন্তু
যদি মেডিকেল
গ্রাউন্ড
ছাড়া অন্য
কোনো কারণে
বিনা বেতনে
ছুটি হয়
তাহলে সেক্ষেত্রে
ইনক্রিমেন্ট
পেছবে যদি না
উপযুক্ত কর্তৃপক্ষ
(এটির বিষয়ে
স্পষ্ট বক্তব্য নেই, মনে
করা হচ্ছে
এটি হলেন
মধ্য শিক্ষা
পর্ষদ) ওই বিনা
বেতনে ছুটির সময়কাল
টি ইনক্রিমেন্ট
এর ক্ষেত্রে
ধরা হবে
বলে আদেশ
দেন। এখানে
উল্লেখ্য
যদি ১ মাসের
কম বিনা
বেতনে ছুটি হয়
মেডিকেল গ্রাউন্ড ছাড়া অন্য
কোনো প্রয়োজনে
সেক্ষেত্রে
ইনক্রিমেন্ট
পেছবে না। কিন্তু
১ মাসের বেশি হলে
পেছবে যদি না
ওই ছুটির
সময়কাল টি ইনক্রিমেন্টের
হিসাবের ক্ষেত্রে ধরা হবে
বলে উপযুক্ত
কর্তৃপক্ষের
আদেশ থাকে।
সেক্ষেত্রে
ইনক্রিমেন্ট
নিম্নলিখিত
ভাবে কষা
হবে,...........(G.O NO 181-SE(B)
Dt. 8.10.2009) ধরুন
(১) একজন কর্মচারী ১.৭.২০০৭
থেকে ৩০শে
জুন ২০০৮- এর মধ্যে
৫ মাস ৮ দিন ব্যক্তিগত
প্রয়োজনে
বিনা বেতনে
ছুটি নিয়েছেন।
এক্ষেত্রে
১ লা জুলাই
২০০৮ এ হবে
নোশানাল ইনক্রিমেন্ট।
যার আর্থিক
সুবিধা পাব যাবে
১ লা জুলাই
থেকে ৫ মাস পর
অর্থাত ১ লা ডিসেম্বর
২০০৮ থেকে।
পরবর্তী ইন্সিমেন্ট
হবে ১ লা
জুলাই ২০০৯।
(২) একজন কর্মচারী ২০.৩.২০০৮
থেকে ২৬.৯.২০০৮
পর্যন্ত ৬
মাস ১১ দিন বিনা
বেতনে ছুটি নিয়েছেন।
ফলে ১.৭.২০০৮
এ যে ইন্ক্রেমেন্ট
প্রাপ্য ছিল তা
ছাড়িয়ে চলে গেছে
.সেক্ষেত্রে
১.৭.২০০৮ এ হবে
নোশানাল ইনক্রিমেন্ট
যার আর্থিক
সুবিধা পাব যাবে
যে মাসে
ছুটি শেষ
হবার পর
কাজে যোগদান
করেছেন তার পরের
মাস থেকে
অর্থাৎ এক্ষেত্রে
১.১০.২০০৮ থেকে
৬ মাস পরে
১.৪.২০০৯ থেকে।
(৩) একজন কর্মচারী ১
বছর ৫ মাস
বিনা বেতনে
ছুটি নিয়েছেন
৩০.১২.২০০৭ থেকে
তাঁর ব্যক্তিগত
প্রয়োজনে।
সেক্ষেত্রে
১.৭.২০০৮ এ ইনক্রিমেন্ট
পাবেন না। পাবেন
১.৭.২০০৯ এ।
প্রশ্নঃ Amar (new
set up) Jr. High madrasah(girls) ,, amader secretary 25 hajar taka
donate kore life time MC membership pete chan by force .... jodio onar
meye ei bochor
beriye jabe .....eta ki somvob
.....???????? kindly karo jana thakle bolben........plz.....bcuz I am d next TIC and hv to face it..... plzzzzz........
উত্তরঃ মাদ্রাসা অর্গানাইজড
নয় ধরে
নিয়েই উত্তরটা দিচ্ছি। কেউ যদি
মোটা টাকা
ডোনেট করে লাইফ
টাইম মেম্বার
হতে চান,তাহলে নির্বাচিত
ম্যানেজিং
কমিটি রেজোলিউশন
করে তা
স্কুল শিক্ষা দপ্তরে পাঠাবে এবং তা
সংশ্লিষ্ট
শিক্ষাদপ্তর
এবং সেই
জেলার ডি আই এর অনুমোদিত
হতে হবে।
যিনি এর
হাত থেকে
বাঁচতে চাইছেন,তিনি
যদি নিজে
টিচার ইন চার্জ
হিসেবে সাইন না
করেন তাহলে
রেজোলিউশন
পাশ হবেনা।আবার
স্থানীয় ঝামেলার ভয়ে যদি
সাইন করতে
হয়,তাহলে নিজের মৌখিক
আপত্তির কথা উপর
মহলে জানিয়ে
রাখা ভালো,তাহলেও
কাজ হতে
পারে।